শরিয়তের নির্ধারিত শর্ত সাপেক্ষে পশুপাখি ভাড়া নেওয়া জায়েজ। সাধারণত অন্যান্য বিষয়ের ভাড়া বা ইজারার ক্ষেত্রে যেসব শর্ত প্রযোজ্য, পশুপাখি ভাড়া আদান-প্রদানের ক্ষেত্রেও শর্তগুলো প্রযোজ্য।
যেমন—শুধু উপকার ভোগের শর্ত করা, মূল বস্তু নিঃশেষ বা ক্ষতিগ্রস্ত না হওয়া, চুক্তির মেয়াদ ও ভাড়া নির্ধারিত হওয়া, মূল বস্তু হস্তান্তরযোগ্য ও মূল্যবান হওয়া এবং মূল বস্তু, তার উপকার (যে কাজে ব্যবহার হবে তা) ও ভাড়ার বিনিময় শরিয়তের দৃষ্টিতে বৈধ হওয়া ইত্যাদি।
ইসলামী আইন গবেষকরা বলেন, কুকুর, ঘোড়া বা এমন জীবজন্তু নিরাপত্তার কাজের জন্য ভাড়া নেওয়া জায়েজ। তবে হানাফি মাজহাবে তা বৈধ নয়। তাদের যুক্তি হলো ঝগড়া-বিবাদ ও হামলার সময় নিরাপত্তা বিধান করার ব্যাপারে জীবজন্তুর সাফল্য নিশ্চিত নয়। আর অনিশ্চিত বিষয়ের ওপর কোনো চুক্তি শরিয়তে বৈধ নয়।