ভারতের উত্তরাখণ্ডের মাদরাসায় রাম-কৃষ্ণের জীবনী পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দেশটির গণমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তাদের আওতাভুক্ত সব মাদরাসায় এখন থেকে রাজ্য শিক্ষা পরিষদের পাঠ্যক্রম অনুসরণ করবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে মাদরাসার শিক্ষার্থীদের মূলস্রোতের শিক্ষার সঙ্গে সংযুক্ত করা।
গণমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস জানান, বোর্ডের আওতায় বর্তমানে ১১৭টি মাদ্রাসা রয়েছে এবং সেগুলোর শিক্ষার্থীরা এখন থেকে রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং মহানবী (সা.) এর জীবনীও পড়বেন। তাছাড়া তারা হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতের মতো মূল বিষয় পড়বে।
১৫ এপ্রিল জারি করা এক আদেশে বলা হয়েছে, উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত সব মাদরাসাকে আধুনিকে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য রাজ্য শিক্ষা পরিষদ থেকে স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক।
এই নির্দেশনায় সতর্ক করা হয়েছে, কোনো মাদরাসা যদি এই নির্দেশনা অনুসরণ না করে, তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।
শাদাব শামস বলেন, যা কিছু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আছে, তা-ই শেখানো হবে। যেহেতু সংস্কৃত উত্তরাখণ্ডের স্কুলে বাধ্যতামূলক, সেহেতু এটিও পড়ানো হবে। রাজ্যে ইতোমধ্যেই ‘ড. এপিজে আব্দুল কালাম মডার্ন মাদরাসা গড়ে তোলা হয়েছে। সেখানে রাজ্য পাঠ্যক্রম অনুসরণ করবে। সুতরাং আমরাও একই মডেল গ্রহণ করবো।
বর্তমানে উত্তরাখণ্ডে প্রায় ১,০০০টির মতো মাদরাসা (নিবন্ধিত এবং অনিবন্ধিত) রয়েছে। শামস বলেন, বোর্ডের লক্ষ্য হচ্ছে তাদের অধীনে পরিচালিত মাদ্রাসার সংখ্যা ২৫০ থেকে ৩০০-তে উন্নীত করা।