ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আমেরিকার চলমান আলোচনার চতুর্থ দফা বৈঠক ‘লজিস্টিক কারণে’ স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।
ওমানের মধ্যস্থতায় ইরান-আমেরিকার মধ্যে এ বৈঠক ইতালির রোমে ওমানি দূতাবাসে শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আব্বাস আরাকচি তার পোস্টে বলেন, ‘ওমান ও আমেরিকার সঙ্গে আলোচনার পর, লজিস্টিক ও টেকনিক্যাল কারণে চতুর্থ দফার বৈঠক আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘ইরানের দিক থেকে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আমাদের সংকল্পের কোনো ধরনের পরিবর্তন হয়নি। প্রকৃতপক্ষে, একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি অর্জনে আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি সংকল্পবদ্ধ। যার মাধ্যমে নিষেধাজ্ঞার অবসান হবে এবং ইরানের অধিকারকে সম্মান করেই দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ওপর আস্থার বিনির্মাণ হবে।’
এদিকে বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি এক্সে এক পোস্টে চতুর্থ দফা বৈঠক স্থগিতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘লজিস্টিক কারণে আমরা শনিবার পূর্বনির্ধারিত আমেরিকার সঙ্গে ইরানের বৈঠকের দিন পরিবর্তন করছি।’
এর আগে গত ১২ এপ্রিল ওমানের রাজধানী মাস্কটে দেশটির মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে প্রথম দফার বৈঠক হয়। পরে গত ১৯ এপ্রিল ইতালির রোমে এবং ২৬ এপ্রিল আবার মাস্কটে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন থেকেই আপত্তি রয়েছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর। তারা অভিযোগ করছে, ইরান এর মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই চিকিৎসাসহ শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে দেশটির পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে।