টানা কয়েকদিন ধরে দেশজুড়ে গরমের তীব্রতার পর কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজও মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় ঝড়োয় হাওয়াসহ শুরু হয় ভারি বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ পূর্বাভাসেও ঢাকায় ভারি বৃষ্টি হওয়ার কথা জানায়।
ভারি বৃষ্টির কারণে গরম থেকে মুক্তি মিললেও ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের।
কুড়িল রোডের দাঁড়িয়ে থাকা মাহমুদ ফিরোজ বলেন, ‘এবার বৈশাখের শুরু থেকেই বৃষ্টির দেখা মিলেছে। এ কারণে গরম কম। তবে এখন আর সকাল দেখে সারা দিন কেমন যাবে তা ধারণা করা যায় না। সকালে ঝকঝকে রোদ দেখে বাসা থেকে ছাতা ছাড়া বের হলাম। আর এখন ঝুম বৃষ্টি।’
জেসমিনারা ফেরদোস বলেন, ‘অফিস থেকে স্বল্প সময়ের জন্য বাহিরে নাস্তা করতে গিয়েছিলাম। হঠাৎ বৃষ্টির কারণে আটকে গেছি। এমন ভারি বৃষ্টি হচ্ছে যে, রিকশাতে গেলেও ভিজে যেতে হবে। তাই অপেক্ষা করছি, বৃষ্টি থামলে যাব। তবে ভালো লাগছে গরমের মধ্যে বৃষ্টির জন্য।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
আগামীকালও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।
গতকাল বুধবারও বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৬০ মিলিমিটার।