লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও মদের বোতল এখনো সরিয়ে নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে শুক্রবার (১১ জানুয়ারি) সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতের সীমান্ত রক্ষীরা। এর দুদিন পরই আবার বেড়ায় ঝুলিয়ে দেওয়া হয় মদের বোতল।
এদিকে বিএসএফের একটি সূত্রের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে ভারত ও বাংলাদেশের চুক্তির আলোকে তারা সীমান্তে বেড়া নির্মাণ করছে।
সীমান্ত এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, ৫ অগাস্টে সরকার পতনের পর থেকে পরিস্থিতি নানা কারণে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করেছে।
সীমান্তের আরেক বাসিন্দা মোতাহার হোসেন জানান, সীমান্ত এলাকায় থাকার কারণে আমরা এমনিতেই আতঙ্কে থাকি। কিন্তু সাম্প্রতিক সময়ে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি আমাদেরকে অনেকটাই ভাবিয়ে তুলেছে।
দহগ্রাম সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, ২০১০ সালে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী দহগ্রামে শূন্যরেখা বরাবর বেড়া দেয়ার অনুমোদন পায় ভারত। এতদিন সেই বেড়া না দিলেও ৫ আগস্টের পর এই বেড়া দেয়ার উদ্যোগ নিয়েছে। আসা যাওয়ার সময় তিনবিঘা করিডোরের গেটের দুদিকে বিএসএফ সদস্যরা ভারী অস্ত্র নিয়ে টহল দেয। বিএসএফ পাহাড়ায় আমাদের যাতায়াত করতে হয়।
এ বিষয়ে রংপুর-৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) পরিচালক ওমর খসরু বলেন, আগামীতে বিজিবি এবং বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হওযার কথা রয়েছে ওই বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
লেখাঃ দৈনিক আমার দেশ