আল-কোরআনের মহান সূরা; সূরা ফাতিহা এমন এক মহান সূরা, যার মধ্যে সমগ্র কোরআনের সারমর্ম বিধৃত হয়েছে।
সাহাবি সাঈদ ইবনে মুয়াল্লা (রা.) বলেন, একদিন নবীজি আমাকে বলেন, মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি কি তোমাকে এমন একটি সুরা শিখাব, যা কোরআনের সর্বাধিক মহান সূরা? অতঃপর নবীজি আমার হাত ধরলেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি আমাকে মসজিদ থেকে প্রস্থানের আগে কোরআনের সর্বাধিক মহান সুরা শিক্ষা দিতে চেয়েছিলেন। নবীজি বলেন, হ্যাঁ। আর তা হলো—আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। (বুখারি, হাদিস : ৪৪৭৪)
সূরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত এতটাই বেশি যে এই সূরার পাঠকে আসমানি বড় চার গ্রন্থ পাঠের সমতুল্য বলা হয়েছে। সাহাবি আবু উবায়দা (রা.) বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করল, যেন সে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন পাঠ করল। (ফাজায়েলুল কুরআন : ১১৭)