শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

  • সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৯.২২ এএম
  • ১১ জন

পটুয়াখালী-৩ আসন (দশমিনা-গলাচিপা) থেকে আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক ও সংখ্যালঘু জনগোষ্ঠী আগামী দিনে গণঅধিকার পরিষদকে তাদের নিরাপদ রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে বেছে নেবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে জয়-পরাজয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ ভোটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আর কোনো দলে নয়, গণঅধিকার পরিষদের দিকেই ঝুঁকছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইপন্থী—সব রাজনৈতিক ধারার মানুষ আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন।

এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com