ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখে জুলাই মাসের জন্য দাম সমন্বয় করেছে অন্তর্বর্তী সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এরআগে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেছিলেন, ‘যুদ্ধের কারণে বিশ্বের যে পরিস্থিতিই হোক, ভোক্তাদের কথা মাথায় রেখে আমরা জ্বালানি তেলের দাম বাড়াবো না ’ জুন মাসের জন্য নির্ধারিত দাম জুলাইতেও অপরিবর্তিত রাখার চেষ্টা করবে বলে জানিয়েছিলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলা/ গাইডলাইনের আলোকে জুলাই মাস হতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের এ মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এ মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে। এরআগে গত বছরের ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।
ওইসময় সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়।