মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

কাজের স্বচ্ছতা আনতে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

  • সময়: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯.৩৭ এএম
  • ৫২ জন

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যের স্বচ্ছতা আনতে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক এমন তথ্য জানিয়ে বলছে, এ ঋণ দেয়া হচ্ছে, সরকারি কাজের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি এবং আর্থিক খাতে করপোরেট সুশাসন এবং স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থা বৃদ্ধির জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শক্তিশালী শাসনব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতার জন্য দেয়া ঋণ সরকারি ও আর্থিক খাতের সংস্কারকে ত্বরান্বিত করে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ।

সরকার তার প্রতিষ্ঠানগুলিকে আরও উন্মুক্ত এবং জবাবদিহিতামূলক করার জন্য উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে, যাতে তারা জনগণের আরও ভাল সেবা দিতে পারে,।

বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন এ ঋণ অনুমোদন প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি টেকসইভাবে বৃদ্ধির জন্য সরকারি অর্থায়ন কীভাবে পরিচালিত হয় তার উন্নতি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই অর্থায়ন সরকারের নীতিমালা এবং নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করার প্রচেষ্টাকে সমর্থন করবে যাতে একটি শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা যায়। গত সপ্তাহে অনুমোদিত আরেকটি প্রকল্পের মাধ্যমে, আমরা এই সংস্কারগুলো বাস্তবায়নে সরকারকে সহায়তা করছি’

বর্তমানে, মধ্যম আগের দেশগুলোর মধ্যে বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত সবচেয়ে কম। এর ফলে জনগণের কাছে মানসম্পন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রে সরকারের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কম। এই কর্মসূচি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের উন্নতির লক্ষ্যে সংস্কারগুলোকে সমর্থন করে। এই সংস্কারগুলো আন্তর্জাতিক সর্বোত্তম নীতির চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কর প্রশাসন এবং নীতি নির্ধারণকে আরও স্বচ্ছ এবং দক্ষ করে তুলবে।

এছাড়া এটি কর ছাড় পরিচালনার জন্য আরও কৌশলগত, নিয়মতান্ত্রিক এবং স্বচ্ছ পদ্ধতিতে যাওয়ার জন্য সংস্কারগুলোকে সমর্থন করবে যার জন্য সমস্ত ছাড়ের জন্য সংসদীয় অনুমোদনের প্রযোজনা হবে, যা বর্তমান অ্যাডহক অনুশীলন থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে।

অর্থায়ন আন্তর্জাতিক মানের সাথে আর্থিক প্রতিবেদনকে সামঞ্জস্য করে এবং স্বচ্ছতা বৃদ্ধি করে কর্পোরেট গভর্নেন্স এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকেও শক্তিশালী করবে। এটি ব্যাংকিং খাতে দুর্বলতা মোকাবেলা বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ সমাধান ক্ষমতা প্রদান করে আর্থিক খাতের স্থিতিশীলতা উন্নত করতে সহায়তা করবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com