মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

ছয় মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসই সূচক

  • সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০.৩১ এএম
  • ৭ জন

একদিনের ব্যবধানে ফের পতন হলো দেশের শেয়ারবাজারে। টানা ৯দিনের পতনের পর রোববার শেষ দেড় ঘণ্টার ম্যাজিকে সূচকের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছিল। কিন্তু আজ সোমবার ফের পতনের ধারায় ফিরেছে বাজার। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ ইস্যুর দর কমে যাওয়ায় দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪২ পয়েন্টেরও বেশি। এর ফলে দিনশেষে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে। এটি গত ৬ মাসের মধ্যে ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ২৮ অক্টোবর ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল ৪ হাজার ৮৯৮ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা জানান, আস্থার সংকট থেকে বের হয়ে আসতে পারছে না দেশের শেয়ারবাজার। গত ৮ মাস পার হয়ে গেলেও নতুন কোন কোম্পানি বাজারে আসেনি। বাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের সংখ্যাও কম। ফলে বাজারে নতুন বিনিয়োগকারী আসছে না। এটি বাজারের বড় ধরনের সংকট। অপরদিকে টানা পতনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও বিনিয়োগ সক্ষমতা কমে গেছে। দীর্ঘদিন ধরেই মার্জিন লোনের সংকটের মুখে পড়েছে বাজার। এছাড়া রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বিনিয়োগকারী এখন সাইড লাইনে চলে গেছেন। উপরন্তু নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না বিনিয়োগকারী। সবমিলিয়ে দেশের শেয়ারবাজার একটা সংকটের মুখেই রয়েছে বলে তারা মনে করছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরুতে সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও স্বল্প সময়ের ব্যবধানে দর হারায় অধিকাংশ কোম্পানি ফলে পতনের মুখে পড়ে বাজার। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সূচকের কিছুটা উত্থান-পতনের মধ্যে লেনদেন হলেও সাড়ে ১২টার পর থেকে অধিকাংশ কোম্পানি দর হারাতে শুরু করলে টানা পতনের মুখে পড়ে বাজার। ফলে দিনশেষে আগের দিনের তুলনায় ৪২ দশমিক ৬৭ পয়েন্ট কমে দিনশেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচকের ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচকের ২১ পয়েন্টের পতন ঘটেছে।

সূচকের পতনের দিনে লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের দিনের তুলনায় ১১৫ কোটি ১৫ লাখ টাকা বেড়ে দিনশেষে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা।

মার্জিন লোনের চূড়ান্ত নীতিমালা জমা দিয়েছে টাস্কফোর্স: এদিকে বেশ কিছু সংশোধন সাপেক্ষে মার্জিন লোনের চূড়ান্ত নীতিমালা জমা দিয়েছে টাস্কফোর্স। রোববার আনুষ্ঠানিকভাবে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিকট এ নীতিমালা জমা দেওয়া হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com