পুঁজিবাজারে ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ আরও ২২ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান বিনিয়োগ সমন্বয় ও নতুন বিনিয়োগের সুযোগ পাবে ব্যাংকগুলো।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে তথা আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক, যার মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়। এর আগেই তহবিলের মেয়াদ বৃদ্ধির জন্য বিএসইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর চিঠি পাঠানো হয়। এরপর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে এই তহবিলের মেয়াদ বাড়িয়ে সার্কুলার জারি করলো বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন এবং এই তহবিল হতে বিনিয়োগের বিষয়ে অনুসরণীয় নীতিমালা প্রদান করা হয়। এ তহবিলের মেয়াদ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নির্ধারিত হয়। তবে দেশের পুঁজিবাজারে বিরাজমান অস্থির অবস্থার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও বিনিয়োগকারী ব্যাংকগুলোর মতামত এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়নে তথা আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে বিশেষ তহবিলের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।