জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ শহীদ ও ১৪ হাজারের বেশি আহতদের জন্য আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ রাখার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। তাছাড়া আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহত শিক্ষার্থীদের জন্য আগামী অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি রাখার সুপারিশও করেছে সংস্থাটি।
রোববার রাজধানীর ধানমণ্ডির সিপিডির কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষক মুনতাসীর কামাল প্রমুখ।
এসময় ফাহমিদা খাতুন জানান, চলতি অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ ৫ হাজার কোটি টাকা কম হবে। এ কারণে বাজেটে ঘাটতি অর্থায়নে টাকা ছাপিয়ে ঋণ করতে হচ্ছে সরকারকে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ৪ লাখ পর্যন্ত করার সুপারিশ করেছে সিপিডি। চলতি অর্থবছরে একজন করদাতার করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা আছে। ২০২৫-২৬ অর্থবছরে তা আরও ৫০ হাজার টাকা বাড়ানোর কথা বলেছে সিপিডি।
ফাহমিদা খাতুন বলেন, জুলাই-ফেব্রুয়ারি সময়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হার বেশি। এছাড়া শহরের চেয়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার অনেক বেশি। সাধারণ মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এ পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা বাড়ানো যৌক্তিক বলে আমরা মনে করি। আগামী অর্থবছর এটি বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা উচিত। চলতি বাজেটে যা রয়েছে সাড়ে তিন লাখ টাকা।
ফাহমিদা খাতুন আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আগামী জুন শেষে মূল্যস্ফীতির হার ৭-৮ শতাংশে নামিয়ে আনার যে পরিকল্পনার কথা বলেছে, সেটি অর্জন করা কঠিন হবে। প্রাতিষ্ঠানিক সংস্কার, নীতি, প্রশাসনিক ও শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। যেখানে দুটি পৃথক বিভাগের প্রস্তাব করা হয়েছে যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকবে।
সিপিডির কর্মকর্তারা বলেছেন, সরকার এই মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ালে মূল্যস্ফীতি পরিস্থিতি আরও খারাপ অবস্থায় চলে যাবে।