বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সামাজিক মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্কতা জরুরি

  • সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৫০ পিএম
  • ৪৮ জন

আমরা কমবেশি প্রত্যেকেই সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকি। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পোস্টও করে থাকি। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না— কোন কোন বিষয় পোস্ট করা একেবারেই উচিত নয়। এ রকম অনেক বিষয়েই আমাদের স্বচ্ছ ধারণা নেই। সে কারণে আমরা নানা সময়ে সামাজিক মাধ্যমে প্রতারণার শিকার হয়ে থাকি।

কোনো কিছু পোস্ট করার আগে আমাদের সবসময়ে সতর্ক থাকা উচিত। সামাজিক মাধ্যমে পোস্ট করার সময়ে সতর্ক না হলে প্রতারণা অনিবার্য। কারণ অনেকেই আছেন, না বুঝে এমন কিছু পোস্ট করেন, পরে হিতে বিপরীত ঘটনা ঘটে যায়। বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

সে কারণে এই সময়ে অনেকেই প্রতারণার শিকার হন। প্রতারকদের জালে জড়িয়ে সর্বস্ব খুইয়েছেন, এমন উদাহরণও অনেক। যদি আপনিও পোস্টে এমন কিছু জিনিসের উল্লেখ করে থাকেন, তা হলে তা মুছে দেওয়াই শ্রেয়।

মনে রাখবেন, সামাজিক মাধ্যমের পোস্টে কখনই লোকেশন ট্যাগ করবেন না। আপনি যেখানেই বেড়াতে যান না কেন, কিংবা খেতে যান না কেন, সেই ছবি দিলেও কোথায় গেছেন সে তথ্য জানাবেন না। বিশেষ করে লোকেশন ট্র্যাকারে ট্যাগ করে অনেকেই সেই জায়গার ঠিকানাসহ বিস্তারিত বিবরণও দেন। এমন করলেই আপনি বিপদে পড়তে পারেন।

আর নিজের বাড়ির ছবি দিলেও ঠিকানা বা বাড়ির নম্বর অথবা কোন এলাকায় আপনার বাড়ি তা উল্লেখ করবেন না। বাড়ির চারপাশের রাস্তাঘাটের ছবিও না দেখানোই ভালো।

এ ছাড়া আপনার সন্তান কোন স্কুলে পড়ছে সেই তথ্য ভুলেও দেবেন না। কেবল তা-ই নয়, স্কুলের ইউনিফর্ম পরা শিশুর ছবিও কখনো পোস্ট করবেন না। একশ্রেণির শিশু পাচারকারী নেটদুনিয়ায় খুবই সক্রিয়। তাই সতর্ক থাকতেই আপনার সন্তানের ইউনিফর্ম পরা ছবি কখনো পোস্ট করবেন না।

অনেকেই পোস্ট করে দিনের কাজকর্ম কিংবা পরিকল্পনার কথা জানান। এটা করা খুবই বিপজ্জনক। আপনি জানতেও পারবেন না, কখন আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাত ঘুরে ডার্ক ওয়েবে চলে যাবে।

আবার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কখনই পোস্টে উল্লেখ করবেন না। অনেকেই নিজের কম্পিউটার বা ল্যাপটপের ছবি তুলে পোস্ট করেন। এমনটি করলেই আপনি প্রতারণার জালে জড়াতে পারেন।

আর সামাজিক মাধ্যমে কে কী পোস্ট করছে, তা ব্যক্তিস্বাধীনতার আওতায় পড়ে। তাই সেই ছবি ও ভিডিও কিংবা রিলে শিশু নগ্ন থাকলে ও শিশু সুরক্ষা কমিশন হস্তক্ষেপ করতে পারে। ছেলে বা মেয়ে বয়সে যতই ছোট হোক না কেন, তার জামাকাপড় ছাড়া কোনো ছবি ও ভিডিও কিংবা রিল পোস্ট করা আইনত দণ্ডনীয়। তাই সতর্ক থাকুন।

আর ইমেল আইডিও পোস্ট করা উচিত নয় বলেও অনেকবার সতর্ক করেছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ। আজকাল অনেকেই নিজের ইমেল কিংবা জিমেল আইডি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এসব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com