গণঅভ্যুত্থান চলাকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এই প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে রোববার এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
ট্রাইব্যালে চাঁনখারপুর এলাকার অভিযুক্ত আসামি শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামানিক ও সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার শুনানির পর চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
এদিকে ট্রাইব্যালে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাসের আবেদন করা হলে ট্রাইবুনাল তা মঞ্জুর করে। আগামী ২২ শে এপ্রিল এ তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছে আদালত ।
এ মামলায় অভিযুক্ত আরশাদ হোসেন ও ইমাজ হোসেন প্রামানিককে এক দিনের রিমান্ড দেয়া হয়।
অন্যদিকে বাড্ডা রামপুরা এলাকার এস আই চঞ্চল কুমার সরকারকেও একদিনের রিমান্ডের অনুমতি দেয় ট্রাইব্যাল।
প্রসিকিউশন পক্ষে রোববার শুনানি করেন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার, গাজী এমএইচ তামিম।
চেয়ারম্যানসহ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য আজ উপস্থিত ছিলেন।