সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে সভাপতি নজরুল, মহাসচিব শরফ উদ্দিন

  • সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৬.০৩ পিএম
  • ৫৬ জন

বিসিএস ক্যাডার প্রশাসনের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন জরা হয়েছে। এতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনে বিএএসএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে যাওয়ায় গঠনতন্ত্র অনুসারে এসব পদ পূরণে সভায় আলোচনা হয়।

সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সহসভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া মহাসচিব পদে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা নির্বাচিত হন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং প্রশাসন ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন করবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com