ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী ওই আইনজীবী মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুক্তভোগী নুপুর আখতার অংশ নেন। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে বাম হাতে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফিরে যান তিনি। পরবর্তীতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাহয় তাকে। মাথার এক্স-রে করার পর তাকে অপারেশন করতে পরামর্শ দেন চিকিৎসক। গত ১৭ ডিসেম্বর অপারেশন করে তার মাথা থেকে গুলি বের করা হয়।
ভুক্তোভোগীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং মন্ত্রী ও সহযোগীসহ ৯৩ জনকে আসামি করে মামলার আবেদন করি। বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজহার হিসেবে গ্রহণের জন্যা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, এ মামলায় আরও আসামির করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক আইজিপি হারুন অর রশিদ ও ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকারর প্রমুখ।
ভুক্তোভোগী আইনজীবী নুপুর আখতার বলেন, সেদিন গণতন্ত্র প্রতিষ্টার লক্ষ্যে আন্দোলনে যোগ দিয়েছিলাম। একজন নারীকে তার শিশু সন্তানসহ প্রকাশ্যে গুলি করবে কল্পনায়ও ভাবতে পারি নাই। এখন ন্যায় বিচারের স্বার্থে আদালতে মামলা করেছি। আশা করছি ন্যায় বিচার পাবো আমি।