সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে ৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দামি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি কয়েক দশকের অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে সাদপন্থি মুখপাত্র মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে লন্ডন-যুক্তরাষ্ট্রে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার, মা-ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত হামজায় দেশের ফুটবলের সুদিন ফিরবে, আশা ক্রীড়া উপদেষ্টার দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বরণ করতে প্রস্তুত

ডিএসইতে লেনদেন ৪৫০ কোটি টাকা

  • সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৭ এএম
  • ১৮ জন

শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়ছে না। সপ্তাহের তৃতীয় দিনে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। আর টানা ১০ কার্যদিবস পর্যন্ত ৫০০ কোটি টাকার নিচে রয়েছে লেনদেন। তবে মূল্যসূচক মঙ্গলবার কিছুটা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের পর পরবর্তিত পরিস্থিতি অন্য খাতে পরিবর্তন এলেও শেয়ারবাজারে আস্থা ফেরেনি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩৯৬টি কোম্পানির ১৪ কোটি ৭১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৫০ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ২১০টি কোম্পানির শেয়ারের, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ছয় লাখ ৫৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিস, জিপিএইচ ইস্পাত, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং এনআরবি ব্যাংক।

ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, জিপিএইচ ইস্পাত, জেমীনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট এবং বিকন ফার্মা।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-মেঘনা পেট্রোলিয়াম, জাহিন স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নিউলাইন, টুংহাই নিটিং, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, পিএইচপি মিউচুয়াল ফান্ড-১, প্রিমিয়ার লিজিং এবং আরডি ফুড।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com