সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

শেখ মুজিবের ছবি সম্বলিত বিদ্যমান নোটের কী হবে?

  • সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ২.০৪ পিএম
  • ২৩ জন

আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র-জনতার আন্দোলনের ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ থাকবে। পাশাপাশি থাকবে দেশের ইতিহাস-ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে। নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে। এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

আরও জানা গেছে, আপাতত চার ধরনের নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। এগুলো হচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হবে। বাজারে যেসব নোট আনা হবে তার সবগুলোতেই জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে। নতুন আসা কোনো নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। বর্তমানে সব নোটেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে।

নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর। এতে সদস্য হিসাবে রয়েছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আনা সম্ভব হবে। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারির চাকরির কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন শুরু হয়। পরে এতে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটলে আন্দোলনের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে যায়। আন্দোলন রূপ নেয় সরকার পতনের একদফায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছেন। এতে ব্যাংকে নগদ নোটের সংকট দেখা দেয়। যা এখনো চলমান রয়েছে। এ কারণে বাজারে নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com