গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন দাবী ও পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে ৮টা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা জানান, গত অক্টোবর মাসসহ ২ মাসের বেতন পাওনা আছে শ্রমিকরা। দেই দিচ্ছি করে ঘুরিয়ে আজকে হঠাৎ কারখানার গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা কর্মস্থলে এসে দেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।পরে রাস্তা অবরোধ করে।
কারখানার শ্রমিক রুপা আক্তার বলেন, আমরা অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছি। অথচ দেড় মাস ধরে বেতন ঘুরাচ্ছে। এদিকে, বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছে আবার দোকান বাকির জন্য আমাদের খাওয়া দাওয়া বন্ধ।
কারখানার অপারেটর পায়েল বলেন, নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে ওরা পালিয়েছে। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। ‘
এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আপাতত রাস্তা ছেড়ে তাঁদের অবস্থান করতে অনুরোধ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।