অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এ সময় তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিজিবির মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
শীতবস্ত্র বিতরণকালে অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেই দায়িত্ব শেষ করে না, বরং দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও তাদের নৈতিক কর্তব্য। তিনি স্থানীয় জনগণকে মাদক চোরাচালান ও সীমান্তসংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বলেন, বিজিবির মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ এই সহায়তা কর্মসূচিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে বিজিবির ভূমিকার প্রশংসা করেন।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)- এর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার : আমিরুল ইসলাম