শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

ফুটবলকে বিদায়ের ইঙ্গিত রোনালদোর

  • সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০.৩৮ এএম
  • ২২ জন

কবে অবসর নেবেন? এই প্রশ্নের জবাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জবাব ছিল, হাজার গোলের মাইলফলক স্পর্শের পর। আরও একবার একই প্রশ্ন ধেঁয়ে এলো পর্তুগিজ যুবরাজের দিকে। এবার অবশ্য এককথায় জানালেন, ‘শীঘ্রই’। সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া বিশদ এক সাক্ষাৎকারে এভাবেই বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা রোনালদো। ক্লাবের সবশেষ ম্যাচে জোড়া গোলের পর তার ক্যারিয়ার গোল হয়েছে ৯৫২। হঠাৎ করেই কেমন যেন ক্লান্তি জড়ানো কণ্ঠ শোনা গেল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর, ‘আমার মনে হয়, আমি প্রস্তুত থাকব। যদিও এটা খুব, খুব কঠিন হবে।’

‘তবে, ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, আমি এই চাপ সামলাতে পারব। ফুটবলে গোল করার পর শরীর থেকে যেভাবে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, এর তুলনীয় আর কিছু নেই।’ – আরও যোগ করেন আল নাসর তারকা।

রোনালদো পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। কিন্তু জানেন, একসময় দুনিয়ার সেরা তারকাকেও থামতে হয়। অকপটে স্বীকার করলেন বাস্তবতা, ‘সবকিছুরই শুরু ও শেষ আছে। (ফুটবল ছাড়ার পর) আমি নিজের জন্য বেশি সময় পাব, পরিবারকে সময় দেব, আমার সন্তানদের বড় করব।’

ক্যারিয়ারে বিশ্বকাপ বাদে কোনোকিছুরই কমতি নেই রোনালদোর। ২০১৬ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। দুটি উয়েফা নেশন্স লিগেরর শিরোপাও আছে। খেলেছেন জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। এবার দেখা পালা, আর কতদূর যেতে পারেন ‘সিআর সেভেন’ খ্যাত এই মহাতারকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com