আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। খেলছেন কেবল ওয়ানডেতে। এই ফরম্যাটেও হয়তো পরবর্তী বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। অবশ্য তার আগেই গুঞ্জন ভেসে আসছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল ক্যারিয়ারেও ইতি টানবেন কোহলি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মুখ বিরাট কোহলি শুধু ব্যাটে নয়, ব্র্যান্ড ভ্যালুতেও অনন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিনের অবদান ও জনপ্রিয়তার কারণে বহু স্পন্সর তাদের সঙ্গে যুক্ত থাকে কোহলির মাধ্যমেই।
তবে ভারতের রেভস্পোর্টজের সাংবাদিক রোহিত জুগলানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি এক ব্র্যান্ডের সঙ্গে কোহলির চুক্তি নবায়নের প্রস্তাব আসে। কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেন এবং আরসিবিকে বিকল্প মুখ খুঁজে নিতে বলেন। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে কোহলির আইপিএল থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ইঙ্গিত।