বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বুধবার দিনশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ-IMF) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। গত ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) আমদানি বিলবাবদ ২ দশমিক ০১ বিলিয়ন পরিশোধ করে বাংলাদেশ এতে
মোট রিজার্ভ কমে ২৯ দশমিক ৫২ মিলিয়ন ডলারে এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪ হাজার ৪৫ বিলিয়ন ডলারে নেমে আসে।
সংশ্লিষ্টরা জানান, রফতানি আয় ও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং সরকারের নিয়ন্ত্রিত আমদানি ব্যবস্থাপনার ফলে রিজার্ভ বৃদ্ধির এ ধারা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদে রিজার্ভ টেকসই রাখতে রফতানি বহুমুখীকরণ ও রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা ধরে রাখারও পরামর্শ দেন তারা।