মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

  • সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯.২৬ এএম
  • ৪২ জন

কেএম নুরুল হুদার পর এবার আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তার নামে শেরেবাংলা নগর থানায় নির্বাচন জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, যে মামলায় সাবেক সিইসি নুরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুইজনকে আদালতে হাজির করা হবে।

সূত্র জানায়, রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সালাহউদ্দিন আহমদ। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, তৎকালীন নির্বাচন সচিব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম ও পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরায় বাসার সামনে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। খবর পেয়ে পরে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com