শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

এক দলে খেলবেন মেসি-রোনালদো

  • সময়: রবিবার, ২৫ মে, ২০২৫, ৯.৪৫ এএম
  • ১৭৬ জন

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একই দলে খেলছেন, এই দৃশ্য হজম করা দুইজনের সমর্থকদের জন্য বেশ কঠিন। তবে এই অসম্ভবকেই সম্ভব করার কথা বললেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সব ঠিক থাকলে মেসি ও রোনালদো ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন।

এই বিষয়টি নিয়ে অবশ্য কয়েক মাস আগেই গুঞ্জন  হয়েছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি(TYC) স্পোর্টস জানিয়েছিল, রোনালদো দলে ভেড়াতে চায় মায়ামি। এ নিয়ে মেসির সঙ্গে কথাও হয়েছে মায়ামির সহ-মালিক ডেভিড বেকহামের। মেসিও সায় দিয়েছেন। বাকি থাকল রোনালদোকে রাজি করানো। সেটি চেষ্টা করছেন বেকহাম নিজেই।

তাতে যা অবস্থা যা দাঁড়ায়, রোনালদো যদি মেসির সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলেন তাহলে মায়ামির হয়েই খেলতে হবে।

মায়ামি যে রোনালদোকে সই সরাতে চায়, এই প্রশ্নের উত্তরও পাওয়া গেছে কয়েকটি সূত্র ধরে। রোনালদোর ক্লাব আল নাসর ক্লাব বিশ্বকাপে সুযোগ পায়নি। সুযোগ পেয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবার এই আসরটিতে দল বৃদ্ধি পেয়েছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবে ৩২টি ক্লাব। মায়ামি সুযোগ পেয়েছে আয়োজক দেশের ক্লাব হিসেবে।

আসরে ১৪ জুন মিশন শুরু করবে মায়ামি। তাদের প্রতিপক্ষ মিসরের ক্লাব আল আহলি। এরপর ১৯ জুন তাদের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তো ও ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর দল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com