২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন একশ’। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে।
১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে প্রায় দুই হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরা ও আনাদোলু মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল গাজায় এখনো বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে একদিনে ৩৯ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার শিকার হয়েছে ৫২ হাজার ৮৬২ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানায়, ওই হামলায় ৯৪ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কারণ উদ্ধারকারীরা সেখানে যেতে পারছেন না।
যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। দুই মাস পর গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয়। এটিকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবার গাজায় হামলা শুরু করে তারা।