প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল (এনসিপি)। নির্বাচন ভবনে দুপুর ১২টার এ বৈঠক শুরু হয়।
বৈঠকে এনসিপি নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, দলীয় নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতির মতো বিষয়গুলো।
এর আগে শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।
বৈঠকে এনসিপির পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। দলটি রাষ্ট্রের মৌলিক সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার।
নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এবারের বৈঠকেও দলটির পক্ষ থেকে এসব ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক শুধুই আনুষ্ঠানিক নয় বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে কমিশনের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক গড়ে তোলার দিকেও নজর দেবে এনসিপি।