স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর রাস্তায় মিছিল করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরির্দশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন। থানাগুলো হলো-বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা। স্বরাষ্ট্র উপদেষ্টার থানা পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান।