রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

লোকে লোকারণ্য হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান

  • সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২.৪০ পিএম
  • ৭ জন

এসময় আগত মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ‘ইসরাইলী পণ্য, বয়কট বয়কট’ ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নিবো আমরা’ ‘নেতানিয়াহুর দুইগালে, জুতা মারো তালে তালে’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিটি বেলা ২টায় ঢাকার পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল এসে উদ্যানে ঢুকবে।

‘মার্চ ফর গাজা’ জমায়েতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন সহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্ধারণ করা পাঁচটি সড়কের প্রত্যেকটি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসব রুটে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করছেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিরা।

এর আগে, এই কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানায়, এই প্রথম দেশের সব রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়াতে উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবে। বেলা ২টায় ঢাকার পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com