চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে।
এবার এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। তবে গত বছরের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কমেছে। এমনকি বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।
এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে কমিটি। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী আজ বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষা শুরু হবে কোরআন মজিদ ও তাজবিদ বিষয় দিয়ে।
এ ছাড়া কারিগরি বোর্ড আজ বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী রয়েছে দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (দাখিল ও এসএসসি ভোকেশনাল) সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
বোর্ড সূত্রে জানা যায়, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২০২৩ সালে ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন, ২০২২ ছিল ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন এবং ২০২১ সালে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।
এসএসসিতে এবার শিক্ষার্থী কমে যাওয়ার কারণ প্রসঙ্গে শিক্ষা গবেষকরা জানিয়েছেন, এখানো শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ হয়নি। আর করোনার পর থেকে অনেক শিক্ষার্থী সাধারণ ধারার পড়াশোনা ছেড়েছে। একই সঙ্গে ইবতেদায়ি, তথা আলিয়া ধারার মাদরাসায় শিক্ষার্থী কম ভর্তি হচ্ছে। অনেকে হাফেজি পড়ছে, কওমি ঘরানার মাদরাসায় ভর্তি হচ্ছে। ফলে সাধারণ ধারার পড়ালেখায় শিক্ষার্থী কমছে।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নস্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।
এ আদেশ ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।
বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়: আবেদনের প্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা শ্রুতি লেখকের সহায়তাসহ বাড়তি সময় পাবে। যশোর শিক্ষা বোর্ড থেকে এবারের পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন ১০৯ জন পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে।
এর মধ্যে ৭০ জন নিজেরা উত্তর লিখবে এবং ৩৯ জন শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দেবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের ভিত্তিতে এসব বিশেষ পরীক্ষার্থীদের জন্য সময় বৃদ্ধির অনুমোদন দিয়েছে বোর্ড।
৭০ জন পরীক্ষার্থী, যারা নিজেরা উত্তর লিখবে, তারা স্বাভাবিক পরীক্ষার্থীদের তুলনায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। এসব পরীক্ষার্থীদের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ৩৯ জন পরীক্ষার্থী শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দেবে। তারা অতিরিক্ত সময় পাবে ২০ মিনিট। তাদের জন্যও বোর্ড থেকে আলাদা অনুমোদন দেওয়া হয়েছে। শ্রুতি লেখক হিসেবে নিয়োগ পেয়েছে মূলত একই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা।
এসএসসি-সমমান পরীক্ষার শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে পরিপত্রও জারি করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, সাধারণত কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে শুধু পরীক্ষার তিন ঘণ্টা ১৪৪ ধারা জারি থাকে। তবে কেন্দ্রভেদে এ দূরত্ব কমবেশি হতে পারে।
কেন্দ্রের আশপাশে কতটুকু জায়গা ১৪৪ ধারার অন্তর্ভুক্ত থাকবে, তা লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। পরীক্ষা চলার সময় সংশ্লিষ্টরা ছাড়া অন্য কেউ ওই লাল পতাকা অতিক্রম করে কেন্দ্রের কাছে যেতে পারবেন না।
এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনে ওই পরিপত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই পরিপত্রটি সব বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সব জেলা প্রশাসকদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রফাঁস-সম্পর্কিত গুজব ও নকলরোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অপরাধ করলে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।