ফরিদপুর সদর উপজেলা বাখুন্ডায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালানো হয়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫/৪০ জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের একটি দল মেডিকেল কলেজ হসপাতালে আহতদের খোঁজখবর নিয়ে নিচ্ছে ।