বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

  • সময়: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৯.৫১ পিএম
  • ৮ জন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন।

সোমবার বিকেলে এক বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানা‌য়। এর আগে প্রধান উপদেষ্টার উদ্দেশে এক শুভেচ্ছা বার্তা পাঠান নরেন্দ্র মোদি।

বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বিশেষ এ মুহূর্তে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এ আনন্দময় উৎসব উদযাপনের সময় আমাদের জন্য এটি এক ঐক্য, কৃতজ্ঞতা ও আত্ম উপলব্ধির সুযোগ।

তিনি বলেন, রমজান মাসজুড়ে ভারতের ২০ কোটি মুসলমান বিশ্ববাসীর সঙ্গে সংযম, প্রার্থনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ঈদুল ফিতরের এ আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।

প্রধানমন্ত্রী মোদি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও আনন্দের জন্য প্রার্থনা করেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এই শুভ উপলক্ষে, আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। অনুগ্রহ করে, এক্সেলেন্সি, আমার সর্বোচ্চ শুভেচ্ছা গ্রহণ করুণ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com