বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ঈদ জামাতের পর রাজধানীসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঈদের নামাজ আদায় করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজ শেষে ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করা হয়।
পাকিস্তান ঈদুল ফিতর উদযাপন করছে ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনার মাধ্যমে। পাকিস্তানের জনগণ দেশজুড়ে ধর্মীয় উৎসাহ ও ঐতিহ্যবাহী ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছে, এবং ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করছে।
দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের অবশ্যই জাকাত, দান-খয়রাত ও ফিতরার দায়িত্ব পালন করতে হবে যাতে কোনো অভাবী ব্যক্তি ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
ভারতের কলকাতার রেড রোডে ঈদের ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে কলকাতার ধর্মতলার রেড রোডে। এবারও সেই রেড রোডে আয়োজন করা হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি করেছেন একে অপরের সঙ্গে।
ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে উৎসবের আমেজে পালিত হয়েছে ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজধানীতে মূল অনুষ্ঠান হয় গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গণে। এখানে নামাজ পড়ান আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী। দেশের শান্তি মৈত্রী প্রগতি এবং বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তাবরণকে আরও সুদৃঢ করার আহ্বান জানান তিনি
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ঈদ খুবই গুরুত্ব সহকারে উদযাপিত হয়। এখানে ঈদকে বলা হয় ‘হারি রায়া ঈদুল ফিতরি’। দেশটিতে ঈদের আগের রাতে ‘তাকবিরান’ উৎসব হয়েছে, যেখানে মুসলিমরা মসজিদে বা রাস্তায় তাকবির পাঠ করেন।
আফগানিস্তানেও ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় বিশ্বের বড় বড় দেশগুলোর প্রতি ইসলামিক আমিরাতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও সহযোগিতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধান জামাত উনুষ্ঠিত হয়।
এছড়াও ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইরাক তিউনিশিয়া ও লিবিয়ায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়েছে।