সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার সকালে রাজধানীর বেশ কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, মাদারীপুরে, ভোলা ও বরিশালের বেশ কয়েক জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।
এ দিন সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এরপর তারা পরস্পরে মুসাফাহ, মুয়ানাকা ও কোলাকুলি করে নিজেদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।
মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায়ও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের অর্ধশত গ্রামেও উদ্যাপন হচ্ছে ঈদুল ফিতর। মাদারীপুরের ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পালন করছেন ঈদুল ফিতর।
মাদারীপুরে ঈদুল ফিতর উদ্যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ। সকাল ৯টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। ঈদের জামাত শেষে একে অপরে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন।
ভোলার ১৩টি গ্রামে উৎসব মুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শরীয়তপুর জেলার সুরেশ্বর অনসারী প্রায় ২০০০ মুসল্লি ১৩টি স্পটে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির দরজায় প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রতন মিয়া। এ সময় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয় ।
এ ছাড়া মুলাইপত্তন, চৌকিদার বাড়ির দরজায়, লালমোহন উপজেলারসহ ১৩টি গ্রামে আজ আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশে এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিগণ।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি করেন।
সকাল ৯টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সাইতাঁড়া ইউনিয়নের রাবারড্যাম চিরিনদী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন আশপাশের কয়েকটি পরিবারের মানুষ। এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় অধ্যশাতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।