৫০৩ জনকেও আসামি করা হয়।
বৃহস্পতিবার মামলা করা হয়েছে বলে আমার দেশকে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান। তিনি জানান, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে শেখ হাসিনার অনুসারীরা “জয় বাংলা ব্রিগেড” গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। ওই অনলাইন মিটিংয়ে মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে সবাই একমত পোষণ করেন।
ওই অনলাইন মিটিং এর রেকডিং পরীক্ষা-নিরীক্ষা করে সিআইডি জানতে পারে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সহ-সভাপতি ড. রাব্বি আলম এর হোস্টিং এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতা-কর্মীরা “জয় বাংলা ব্রিগেড” নামক প্লাটফর্মে দেশ-বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দিবে না মর্মে আলোচনা হয়। সেই সাথে অনলাইন প্ল্যাটফর্ম মিটিং এ বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে বলে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। মামলা নং- সি আর মামলা ২২২/২০২৫, দণ্ডবিধি- ১৮৬০ এর ১২১/১২১ক/১২৪ক/৩৪ ধারা।