বেসরকারি খাতের তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এইগুলো হলো- চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি)। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। তাই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এসব ব্যাংকে কাদের নিযুক্ত করা হবে তা আগামীকাল (বৃহস্পতিবার) জানানো হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান। তিনি রাজনৈতিক পট-পরিবর্তনের পর আর ব্যাংকের বোর্ড সভায় অংশ গ্রহণ করেননি। বিশেষ বিবেচনায় একমাত্র তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনলাইনে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদেশি অবস্থান করছেন।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনিও পলাতক রয়েছেন। এছাড়া এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস এম পারভেজ তমাল। তার বিরুদ্ধে অর্থপাচার, ঋণ অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। গত সরকারের আমলে এনআরবিসি ব্যাংকে নানাভাবে প্রভাব বিস্তার করেছেন তিনি। সরকার পতনের পর কিছুদিন দেশে থাকলে পরবর্তীতে তিনি দেশ থেকে পালিয়ে চলে যান। পারভেজ তমালের পরিবর্তে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এখনও এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংকে কোনও চেয়ারম্যান নিয়োগ করেনি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এখন পর্যন্ত ১৪ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন।