ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফসির উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি এখনও তদন্তাধীন। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
এ ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিসংযোগের গুজব প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘জেনারেটর রুমটি তালাবদ্ধ ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’