স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। দ্রুত বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তির নিশ্চিত করা হবে।
রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন দেশে সভা সমাবেশ করতে পারবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সকল অপরাধীর বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। সরকার কাউকে ছাড় দিচ্ছে না।