পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কর্মবিরতি চলছে। আজ সকালে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসলেও কেউ কাজে যোগ দেননি। তারা বলছেন, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।
এদিকে চেয়ারম্যান ও কমিশনের কোনো সদস্য অফিসে আসেননি। ফলে এক ধরনের শাটডাউন অবস্থা চলছে। বিএসইসি অফিসের সামনে ২০ থেকে ২৫ জন বিনিয়োগকারী জড়ো হয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে আগারগাঁও ভবনে চেয়ারম্যান ও কমিশনারদের প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেন। পরে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।
বুধবারের মধ্যে কমিশন পদত্যাগ না করলে বৃহস্পতিবার থেকে বিএসইসির সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করবেন বলে সম্মেলনে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের পদত্যাগ দাবিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাহারায় বিএসইসির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে বিএসইসি ভবন ত্যাগ করেন। এ সময় তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।