ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি কার্ডও বিদেশি পিস্তলসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে নারীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি, বিদেশি পিস্তল ছাড়াও রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, খেলনা পিস্তল, হুক্কা, কল্কি, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
মঙ্গলবার পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে তাকে আটক আরে যৌথ বাহিনী।