শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

এডিপির বাস্তবায়ন কমে ২১ দশমিক ৫২ শতাংশ

  • সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.২৪ পিএম
  • ৩৭ জন

চলতি অর্থবছরের ৭ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কমেছে। এ সময়ে বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ। এখনো ১০ শতাংশের নিচে রয়েছে ১১টি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন। তবে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে আছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ৭৮ দশমিক ৪৩ শতাংশ।

সবচেয়ে কম বাস্তবায়ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় শূন্য দশমিক ৩৩ শতাংশ। বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তার ১ লাখ কোটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয় ১৩ হাজার ২৮৯ কোটি টাকা।

গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা। এর আগে ২০২২-২৩ অর্থবছরে খরচ হয়েছিল ৭২ হাজার ৯০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৮ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া ২০২১-২২ অর্থবছরে খরচ হয়েছিল ৭১ হাজার ৫৩৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৩০ দশমিক ২১ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৬১ হাজার ৪৯ কোটি টাকা, যা ওই অর্থবছরের মোট বরাদ্দের ২৮ দশমিক ৪৫ শতাংশ।

এখনো ১০ শতাংশ এডিপি বাস্তবায়নের নিচে রয়েছে ১১টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো-পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জননিরাপত্তা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ, আইএমইডি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com