শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের ইতি ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। আওয়ামী লীগের বিদায়ের আগেই দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে। ২০২৩-২৪ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ২২ শতাংশে নেমেছে। যদিও গত সরকারের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশে নামার প্রাক্বলন করা হয়েছিল। অর্থাৎ প্রবৃদ্ধির হার গত সরকারের ধারণার চেয়েও কম হয়েছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। তন্মধ্যে স্থূল দেশজ উৎপাদনসহ গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম। এর আগে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছিলো। চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ, সাময়িক হিসাবে যা ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি’র প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে রপ্তানি আয়ের সংশোধিত হিসাবের প্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি।
জিডিপির হিসাব প্রাক্কলনের ক্ষেত্রে রপ্তানি আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংক থেকে হতে সংগ্রহ করা হয়ে থাকে।
২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২২) তুলনায় ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২৩) রপ্তানির প্রবৃদ্ধি (১২ দশমিক ২১%) বিবেচনায় নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি’র সাময়িক হিসাবের জন্য মোট রপ্তানি আয় প্রাক্কলন করা হয়। তবে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানির সংশোধিত হিসাব অনুযায়ী মোট রপ্তানি আয় সমায়িকভাবে প্রাক্কলিত রপ্তানি আয়ের তুলনায় ২১ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংক ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি আয়ের হিসাব সংশোধন করেছে। একটি বছরের প্রবৃদ্ধির হিসাব পূর্ববর্তী বছরের (২০২১-২২) সাথে সংশ্লিষ্ট বিধায় বর্তমানে ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি আয়ের হিসাব সংশোধন করা হলেও জিডিপি’র হিসাব সংশোধন করা হয়নি। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সংস্থা কর্তৃক প্রযোজ্য সকল অর্থবছরের (সিরিজ) রপ্তানি আয়ের হিসাব সংশোধন করা হলে বিবিএস পরবর্তীতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুন পর্যন্ত হিসাবে দেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৪ দশমিক ২২ শতাংশে নেমেছে। এসময় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে শিল্প খাতে। বিবিএস জিডিপির তথ্য প্রকাশ করে বলছে, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৮৬ শতাংশীয় পয়েন্ট কমেছে। রপ্তানি আয়ের সংশোধিত হিসাব অনুযায়ী রপ্তানি নির্ভর শিল্প বিশেষভাবে তৈরি পোশাক শিল্পের উৎপাদনের নিম্নগতির কারণে শিল্প খাতের প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল ২০২১-২২ অর্থবছরে। ওই বছর অর্থনীতির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ১ শতাংশে।
দেশের অর্থনীতির গতি নিম্নমুখী হয় মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই। পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনীতির ধকল শুরু হলে প্রভাব পড়ে বাংলাদেশেও। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিধি-নিষেধের কারণে সে দেশ থেকে সরাসরি পণ্য আমদানিতে বড় ধাক্কা আসে।
তবে সাময়িক হিসাবের চেয়ে চূড়ান্ত হিসাবে কৃষির প্রবৃদ্ধি বেড়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতে ৩ দশমিক ৩০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে,এটি সাময়িক হিসাবে ছিল ৩ দশমিক ২১ শতাংশ। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধির হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশীয় পয়েন্ট কমেছে।
চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৫১ শতাংশ প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতের জিডিপি’র প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।
২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে। রপ্তানি আয়ের সংশোধিত হিসাব অনুযায়ী রপ্তানি নির্ভর শিল্প বিশেষভাবে তৈরি পোশাক শিল্পের উৎপাদনের নিম্নগতির কারণে শিল্প খাতের প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সেবা খাতের প্রবৃদ্ধি ৫ দশমিক শূন্য ৯ শতাংশ প্রাক্কলন করা হয়েছে, এ খাতের প্রবৃদ্ধি সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮ শতাংশ। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতের জিডিপি’র প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।