শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগসহ ১১ দফা দাবি

  • সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.১৯ এএম
  • ১৬১ জন

শেয়ারবাজারে ক্রমাগত দরপতনে পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের পদত্যাগসহ ১১ দফা দাবি জানিয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরনো ভবনের সামনে অবস্থান নিয়ে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) এ সমাবেশের আয়োজন করে।

এতে হাজারের মতো বিনিয়োগকারী অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সংগঠনটির সমন্বয়ক নুরুল ইসলাম মানিকের সভাপতিত্বে মুখপাত্র ফরিদ আহমেদ, এস এম ইকবাল হোসেনসহ অন্যান্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারে পতন ঠেকাতে বর্তমান কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের উপর বিনিয়োগকারীদের কোন আস্থা নেই। সেজন্য কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।

তাদের দাবির মধ্যে রয়েছে, গেইন-ট্যাক্স বাতিল, অযাচিত হস্তক্ষেপ বন্ধ, জেড ক্যাটাগরি নীতিমালা সংস্কার, আয়ের ন্যূনতম ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ নিশ্চিতকরণ, সংস্কারের অগ্রগতি প্রকাশ প্রভৃতি।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com