শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

আন্তঃব্যাংক লেনদেন কমেছে ৯৬ হাজার কোটি টাকা

  • সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১৫ এএম
  • ৫২ জন

চার মাসে আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন কমেছে ৯৫ হাজার ৭২০ কোটি টাকা বা প্রায় ৯৬ হাজার কোটি টাকা। ছাত্র-জনতার জুলাই আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, পরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ ও ঋণ প্রবাহ কমে যাওয়া ও ব্যাংকগুলোতে তারল্য সংকটের এ খাতে লেনদেন কমেছে। জুলাই আন্দোলন শুরুর আগে জুনে ব্যাংকগুলোর আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৭ লাখ ৫০ হাজার ৮৫২ কোটি টাকা। অক্টোবর তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৫ হাজার ১৩২ কোটি টাকায়।

সূত্র জানায়, আন্তঃব্যাংক লেনদেন কমার কারণে একদিকে যেমন তারল্যের সুষম ব্যবস্থা তৈরি হয়নি, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকার জোগান দিতে পারেনি। ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে সাময়িক সময়ের জন্য ধার করে।

গত বছরের শুরুর দিকে আন্তঃব্যাংকে ধারের প্রবণতা কম ছিল। কিন্তু ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট হলে মার্চ থেকে আন্তঃব্যাংকে ধারের প্রবণতা বেড়ে যায়। গত বছরের জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ১ লাখ ২৭ হাজার ১০৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে হয়েছিল ১ লাখ ২৮ হাজার ২৯৩ কোটি টাকা। মার্চে এই খাতে লেনদেন বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৩২ হাজার ১০৪ কোটি টাকায়। এক মাসের ব্যবধানে লেনদেন প্রায় ৫ গুণ বেড়ে যায়। ওই সময়ে ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে। এ কারণে ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে গ্রাহকদের চাহিদ মেটাতে আন্তঃব্যাংকের ওপর বেশি মাত্রায় নির্ভর হয়ে পড়ে। জুন পর্যন্ত আন্তঃব্যাংকে লেনদেন বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৮৫২ কোটি টাকা।

জুলাইয়ে আন্তঃব্যাংক লেনদেন কমে যায়। ওই মাসে লেনদেন কমে দাঁড়ায় ৬ লাখ ৪৫ হাজার ৯৯৩ কোটি টাকায়। ওই মাসে লেনদেন কমেছিল ১ লাখ ৪ হাজার ৮৫৯ কোটি টাকা। আগস্টে লেনদেন আরও কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৪৭ কোটি টাকা। জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমে ৫২ হাজার ৯৪৬ কোটি টাকা।

সেপ্টেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আন্তঃব্যাংকে লেনদেন আবার কিছুটা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৮৬ হাজার ২২০ কোটি টাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে লেনদেন বেড়েছে ৯৩ হাজার ১৭৩ কোটি টাকা। কিন্তু অক্টোবরে লেনদেন আবার কমে যায়। ওই মাসে লেনদেন কমে দাঁড়ায় ৬ লাখ ৫৫ হাজার ১৩২ কোটি টাকা। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে লেনদেন কমেছে ৩১ হাজার ৮৮ কোটি টাকা।

তবে নভেম্বর ও ডিসেম্বরে আন্তঃব্যাংকে লেনদেন বেড়েছে বলে জানা গেছে। আন্তঃব্যাংকে লেনদেন ব্যাংকগুলোর একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com