সর্বশেষ গত ডিসেম্বরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের যন্ত্রটি অকেজো হয়ে পড়ে। ঢাকার বাইরে যে সাতটি সরকারি হাসপাতালে রেডিওথেরাপির যন্ত্র রয়েছে, এর মধ্যে চারটি চালু রয়েছে, চারটি অচল ও তিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এতে সারা দেশে ক্যান্সার চিকিৎসায় সংকট দেখা দিয়েছে। সময়মতো থেরাপি না পেয়ে আক্রান্ত রোগীদের ক্যান্সার ছড়িয়ে পড়ছে এবং মৃত্যুঝুঁকি বাড়ছে।
সরকারি হাসপাতালে বিকিরণ ব্যবস্থাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামর্থ্যবানরা বেসরকারি হাসপাতালে ১৫ থেকে ২০ গুণ বেশি টাকা দিয়ে বিকিরণ সেবা নিচ্ছে। তবে নিম্ন আয়ের মানুষের পক্ষে এই সেবা নেওয়া অসম্ভব। তাদের ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গোনা ছাড়া উপায় নেই।
সূত্রঃ কালের কন্ঠ