বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

  • সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ২.৩৭ পিএম
  • ৪ জন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চার সংস্কার কমিশনের প্রধান প্রতিবেদন জমা দিয়েছেন । বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন চার সংস্কার কমিশনের প্রধানরা। তারা হলেন- সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

এখন প্রধান উপদেষ্টার সঙ্গে চার সংস্কার কমিশনের প্রধানের বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, প্রতিবেদনগুলো হস্তান্তরের পর তা নিয়ে আলাপ হবে। মূল জিনিসটা ওনারা বলবেন, কী কী ফাইন্ডিংস আছে, কী কী বিষয় আছে সে বর্ণনা থাকবে। সভাটি শেষ হলে কয়েকজন উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার তিনটায় ব্রিফ করে পুরো বিষয়টা জানাবেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ সাংবাদিকদের সর্বরাহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিবেদন নিয়ে সংলাপ হবে। তবে কী পয়েন্টগুলো আপনাদের (সাংবাদিক) অবশ্যই জানানো হবে।৫ আগস্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অর্ন্তবর্তী সরকার। কর্তৃত্ববাদী দুঃশাসনে অনিয়ম, দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত দেশের আইন, বিচার ও শাসন বিভাগসহ দেশের সব খাত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com