রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

বিপিএমসির নির্বাচন নিয়ে ধোঁয়াশা

  • সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৬৬ জন

দেশের বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন বিপিএমসিএর সদস্যরা। গত তিনবার লিয়াজোঁ কমিটি হওয়ায় পুনরায় একইভাবে কমিটি গঠনের পাঁয়তারা চলছে বলে দাবি তাদের।

২০১০ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত হচ্ছে বিপিএমসিএ। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি এম এ মুবিন খান, আর মহাসচিব আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান। তবে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে অনেকটা আত্মগোপনে চলে যান সংগঠনের মহাসচিব। বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

জানা গেছে, বিধিমালা অনুসারে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে, যার মেয়াদ থাকবে দুই বছর। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি চলতি বছরের ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখায় কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন করে। পরে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৪ ধারা অনুযায়ী বিপিএমসিএর বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শর্তসাপেক্ষ ২ নভেম্বর থেকে আগামী বছরের (২০২৫ সালের) ১ ফেব্রয়ারি পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়। এ সময়ের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছে। গত ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। তবে এই তফসিলে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে।

আমার দেশের হাতে আসা তথ্য থেকে জানা যায়, তফসিলে মনোনয়নপত্র ১৫ ডিসেম্বর বিক্রি শুরু বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর। একই সঙ্গে ২৮ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও এখনো তা সরবরাহ করা হয়নি। একই সঙ্গে চূড়ান্ত হয়নি প্রার্থীর তালিকা। নির্বাচন হওয়ার কথা রয়েছে ১৫ জানুয়ারি। তবে এসব অসংগতির কারণে আদৌ এবার নির্বাচন হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সদস্যরা।

এদিকে বিপিএমসিএর মহাসচিব আগামী বছরের ১০ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছেন। সদস্যরা বলছেন, সভার আলোচসূচিও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। সেখানে দুই বছরের জন্য নতুন করে কার্যনির্বাহী কমিটি গঠনের কথা বলা হয়েছে। নির্বাচনের আগে কার্যনির্বাহী কমিটি গঠন কীভাবে সম্ভব- প্রশ্ন তাদের।

বিপিএমসিএর ছয়জন সদস্যের সঙ্গে কথা হয় আমার দেশের। তারা জানান, বিগত তিনবার নির্বাচন না করে কয়েকজন সদস্যের পছন্দমতো কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালের ৯ জানুয়ারি রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে ১২তম সাধারণ সভার মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। এতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মহাসচিব মনোনীত হন। এর আগেও ১০তম সাধারণ সভার মাধ্যমে তারা দায়িত্ব নেন। সর্বশেষ ২০২২ সালে ১৪তম সভায় তারা টানা তিনবারের মতো সভাপতি ও মহাসচিব হন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএমসিএর এক সদস্য আমার দেশকে জানান, ‘প্রতিবার নির্বাচনের দাবি উঠলেও নানাভাবে পাশ কাটিয়ে কমিটি গঠন করা হয়েছে। এবারও একই কায়দায় চলছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে ছলচাতুরি শুরু করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। এজন্যই নির্বাচনি তফসিলে ইচ্ছাকৃতভাবেই অসংগতি সৃষ্টি করা হয়েছে। নির্বাচন বাতিল করে সিলেকশনের মাধ্যমে বর্তমান সভাপতির পছন্দের কাউকে শীর্ষপদে বসাতেই মূলত এমন হীন চেষ্টা চলছে।’

জানা গেছে, এবার সভাপতি হিসেবে আদ্ব-দীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং সাহাবউদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন।

এ ব্যাপারে জানতে বিপিএমসিএর নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোকাররম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ জানিয়ে ফোন কেটে দেন।

জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন গতকাল মঙ্গলবার আমার দেশকে বলেন, ‘মনোনয়ন দাখিল ও বিতরণের তারিখ নিয়ে অসত্য তথ্য তুলে ধরা হচ্ছে, এগুলো ঠিক নয়। ১০ জানুয়ারি যে সভা ডাকা হয়েছে, সেটি কমিটি গঠনের জন্য বার্ষিক সাধারণ সভা মাত্র। সেখানে কোনো কমিটি গঠন করা হবে না। ভোটার তালিকাও হওয়ার কথা। আর আগামীকাল (আজ) প্রার্থীও চূড়ান্ত হতে পারে।’

তিনি বলেন, ‘কমিটি ২১ জনের হলেও ভোটার মাত্র ৫৫ জন। নির্বাচন হতে হলে পদের বিপরীতে অন্তত দু’জন প্রার্থী লাগে, কিন্তু সভাপতি ছাড়া আর কোনো পদে এমনকি মহাসচিব পদেও কাউকে পাওয়া যাচ্ছে না।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com