রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপির

  • সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯.৩৬ এএম
  • ১১ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়াও সভায় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানোর বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

এদিন এনসিপির কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে ওই সভা শুরু হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪ জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়।

এছাড়াও কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে বলে সভায় জানানো হয়। এ ক্ষেত্রে উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com