ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। এ হামলায় আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে আরো ২৩ জন নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন।
হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন-ইসরাইলি সৈনিক এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দিকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরাইল ‘সরাসরি বোমাবর্ষণ’ শুরু করার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। গাজায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোক মৃত বলেও ধারণা করছে তারা।