কক্সবাজারের মহেশখালীর ডাকাত জিয়াউর রহমান পাঁচ বছর আগে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। সেই সব মামলা থেকে রেহাই পেতেই তিনি নিজেকে ভালো মানুষ সাজাতে অস্ত্র জমা দেন। সঙ্গে তাঁর বাহিনীর সদস্যরাও অস্ত্র জমা দিয়েছিলেন।লোক-দেখানো ভালো সেজে যাওয়া সেই ডাকাত সর্দার জিয়াউর আবারও অস্ত্র সংগ্রহ করেন। এবার তাঁর হাতে আসে লুট হওয়া পুলিশের অস্ত্র। এই খবর জানতে পেরে গত ১৪ নভেম্বর কোস্ট গার্ডের কর্মকর্তারা তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক ও অস্ত্র উদ্ধার করেন। আটকের পর জিয়াউর স্বীকার করেন, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র সংগ্রহ করে ফের ডাকাতিতে নেমেছেন তিনি।তাঁর বাহিনীর হাতেও পৌঁছেছে লুটের সেইসব অস্ত্র।সূত্রঃ কালের কন্ঠ